দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জুলাই ২০২৪: উঠে গেল ‘দেবদূত কর’! এই কর কী, এই কর কেন চালু করা হয়েছিল, কেন এই কর তুলে দেওয়া হল, এসব তথ্য অনেকেই জানেন না। মঙ্গলবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কর তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকা কালীন এই অ্যাঞ্জেল ট্যাক্স বা দেবদূত কর চালু করেছিল তৎকালীন সরকার। উদ্যোক্তারা বরাবর দাবি করে এসেছেন যে এই কর দেশের উদ্ভাবনী ক্ষমতার বিকাশকে বাধা দেয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বাজারে নথিভুক্ত নয় এমন স্টার্ট আপ-সহ বিভিন্ন সংস্থায় বেসরকারি উদ্যোগ, ভেঞ্চার ক্যাপিটাল, অলটারনেট ইনভেস্টমেন্ট ফান্ড পুঁজি বিনিয়োগ করে থাকে। ওই সব বিনিয়োগকারীকে নথিতে উল্লিখিত (বুক ভ্যালু) দামের থেকে বেশি দরে কোনও সংস্থা শেয়ার বিক্রি করলে, যে বাড়তি টাকা তারা পায়, তার উপর কর দিতে হয়। তাকেই অ্যাঞ্জেল ট্যাক্স বা দেবদূত কর বলা হয়ে থাকে। শেষ পর্যন্ত এই কর তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।