সব ট্রাকচালকের কেবিনে এসি বাধ্যতামূলক করল কেন্দ্র

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ জুন ২০২৩: সব ট্রাকচালকের কেবিনে এসি (AC Cabin) বাধ্যতামূলক করল কেন্দ্র। ঘন্টার পর ঘন্টা ট্রাক চালকদের (Truck Driver) ট্রাক চালাতে হয়। প্রবল গরমে যেমন কষ্ট পেতে হয় তেমনই প্রবল শীতেও বিপাকে পড়তে হয় তাঁদের। এই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হল কেন্দ্র। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি (Nitin Gadkari) জানালেন, ২০২৫ সাল থেকে দেশের সব ট্রাকে চালকের বসার জায়গা বা কেবিন এসি হওয়া বাধ্যতামূলক।