
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ মার্চ ২০২৪: দোলে অপ্রতিকর ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নেওয়া হবে কড়া পদক্ষেপ। দোল এবং হোলির আগে অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকাবাসীদের সঙ্গে শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক করে দুর্গাপুর থানার পুলিশ। উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসিপি সুবীর রায় সহ দুর্গাপুর থানার আধিকারিকরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা দেখলেই পুলিশকে খবর দেওয়ার কথা জানানো হয়। দোল এবং হোলির দিন বিশেষভাবে সজাগ থাকবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বসন্ত উৎসবকে সুষ্ঠভাবে পালন করতে এই বৈঠক। সচেতন করা হয় এলাকার মানুষদের। এছাড়াও বিশেষ বিশেষ জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি।
দুর্গাপুর থানার বেশ কিছু প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সঙ্গে নিয়ে বিশেষ রুট মার্ট শুরু হয়েছে। ইতিমধ্যেই মাইকিং করে এলাকায় এলাকায় ডিজে বাজাতে নিষেধ করা হচ্ছে। অপরিচিত কাউকে দেখলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় বা পুলিশ ক্যাম্পে জানানোর কথা বলা হচ্ছে।
পাঠক ও দর্শকদের সবাইকে আগাম দোলের শুভেচ্ছা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।