দুর্গাপুর: পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখতে দুর্গাপুরের কাঁকসার বিদবিহারে এল কেন্দ্রীয় দল। সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধি দল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতে পৌঁছায়। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে কি না সাধারণ মানুষ, তা খতিয়ে দেখে। কথা বলেন ১০০ দিনের কাজের শ্রমিকদের সাথেও। সূত্রের খবর, তারপরেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক অসুস্থ হয়ে পড়েন। তাই মলানদিঘি ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন, “কেন্দ্রীয় প্রতিনিধি দল পঞ্চায়েতে এসেছিল। সঙ্গে ছিলেন জেলা ও ব্লকের আধিকারিকরাও। আমাদের সাথে আধিকারিকরা কথা বলেন।” বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, “চারিদিকে শুধুই দুর্নীতি। দুর্নীতির মুখোশ খুলতেই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে। যারা আবাস দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।