You are currently viewing ফের বৃষ্টির সম্ভাবনা ৬ জেলায়, জেনে নিন তালিকায় রয়েছে কোন কোন জেলা

ফের বৃষ্টির সম্ভাবনা ৬ জেলায়, জেনে নিন তালিকায় রয়েছে কোন কোন জেলা

  • Post category:জেলা

সপ্তাহান্তে রাজ্যের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। 

————————————-

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ নভেম্বর ২০২৩: তাপমাত্রার পারদ গত কয়েকদিনে কিছুটা নেমেছে। তবে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় সেই স্বস্তি কতক্ষণ থাকবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সপ্তাহান্তে রাজ্যের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বৃষ্টির পর মেঘ কেটে গেলে পরের সপ্তাহের মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নামতে পারে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।



Leave a Reply