আচমকা বন্ধ করে দেওয়া হল কমিউনিটি হল, বিপাকে পড়লেন মায়েরা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা
দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ১৮ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রানিগঞ্জে পোলিয়ো টিকা দেওয়া নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয় বৃহস্পতিবার। রানিগঞ্জ আঞ্জুমান ইমদাদ বাহমীর কমিউনিটি হল সংলগ্ন দাই হালিমা স্বাস্থ্য কেন্দ্রে ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিয়ো বিরোধী টিকা দেওয়া হচ্ছিল। টিকাদানের সময় আঞ্জুমান ইমদাদ বাহিমীর আধিকারিকরা কমিউনিটি হলটি তালা বন্ধ করে দেন বলে অভিযোগ। ফলে প্রবল গরমে চরম বিপাকে পড়েন বাচ্চাদের টিকা দিতে আসা মহিলা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা।
স্থানীয়রা জানান, কমিউনিটি হলে বড় জায়গা রয়েছে। রয়েছে শৌচাগার। ফলে এখানে টিকা দান কর্মসূচী হলে সবার সুবিধা। কারণ পাশের স্বাস্থ্য কেন্দ্রে জায়গা কম। ফলে বাইরে অপেক্ষা করতে হয়। কিন্তু এদিন কমিউনিটি হলটি বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। সাধনা সিং নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, আগে কখনও এমন ঘটনা ঘটেনি। কমিউনিটি হলের ভিতরে শৌচাগার থাকায় এবং জায়গা অনেক বড় হওয়ার কারণেই এখানে টিকাদানের ব্যবস্থা করা হয়েছিল।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
রানিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি মোহাম্মদ আরাফাত বলেন, আজকে যেভাবে কমিউনিটি হল বন্ধ রাখা হয়েছে তা মোটেও ঠিক হয়নি। কমিউনিটি হল পরিচালনাকারী ব্যক্তিদের ডাকা হলে তাঁরা বলেন, যাঁর কাছে কমিউনিটি হলের চাবি আছে তিনি বাইরে আছেন সে কারণেই কমিউনিটি হলটি খোলা যায়নি। ঘটনার খবর পেয়ে বরো চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা ইমদাদ বাহমীর এই কর্মকাণ্ডের নিন্দা করে বলেন, এটি তৈরি করতে ১৪ লাখ টাকা খরচ হয়েছে। কমিউনিটি হলটি গরীব মানুষের কল্যাণে তৈরি করা হয়েছে। পোলিয়ো টিকাদানের কাজ চলার সময় কমিউনিটি হল বন্ধ রাখা একদম ঠিক হয়নি। এই বিষয়ে তদন্ত হবে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।