দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জানুয়ারি ২০২৩: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রেঁর। প্রথমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না বলে জানান। এরপরেই আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টকে।
গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে আয়োজিত ব্যাস্তিল দিবসের কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মানও দেওয়া হয়। এবার তা ফিরিয়ে দেওয়ার পালা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RepublicDay2024