দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ জানুয়ারি ২০২৪: যখন তখন দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। মাথার উপর থেকে ভেঙে পড়ছে ছাদের চাঙর। এমনই এক ভবনে এতদিন ছিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমাশাসকের অফিস। বুধবার পরিস্থিতি বদলে গেল। বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি দুর্গাপুরের নবনির্মিত মহকুমাশাসকের অফিসের উদ্বোধন করলেন।
দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল, বিপজ্জনক ভবন থেকে মহকুমাশাসকের অফিস সরিয়ে নেওয়ার। শেষ পর্যন্ত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাত দিয়ে ডিভিসি মোড়ের কাছে সার্কিট হাউসের পাশে ৪তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। সেই কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। ব্যয় হয়েছে প্রায় ১১কোটি ৫৬ লক্ষ টাকা। বুধবার ভবনের উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।
নতুন এই ভবনে পরিবহণ দফতর, ট্রেজারি, নির্বাচন অফিস উঠে আসছে। রয়েছে উন্নত প্রযুক্তির তিনটি কনফারেন্স রুম সহ বিভিন্ন প্রশাসনিক দফতর। ওই একই ভবনে রয়েছে দুর্গাপুর আদালত। নতুন আদালত ভবন নির্মাণের কাজও প্রায় শেষদিকে। দ্রুত আদালত ভবনও ওই বিপজ্জনক ভবন থেকে উঠে চলে আসবে বলে আশা আইনজীবীদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।