দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। তার আগে শুরু হয়েছে পুলিশের চূড়ান্ত তৎপরতা। হেলিকপ্টারের মহড়াও চলছে। সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি হেলিকপ্টারে দুর্গাপুরে আসবেন মুখ্যমন্ত্রী।
সেজন্য ভগৎ সিং ক্রীড়াঙ্গনে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডেই নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তারপর সেখান থেকে যাবেন দুর্গাপুরের সার্কিট হাউসে। সেখানে রাত্রিযাপন করবেন তিনি। এরপর সেখান থেকেই বাঁকুড়া এবং পুরুলিয়া সফরে যাবেন বলে প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now