চপ্পল ছিঁড়লে তৎক্ষণাৎ সেপটিনই ভরসা মুখ্যমন্ত্রীর, যেন বাড়ির মেয়ে

চপ্পল ছিঁড়লে তৎক্ষণাৎ সেপটিনই ভরসা মুখ্যমন্ত্রীর, যেন বাড়ির মেয়ে
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, ১৭ মে ২০২৪: সভার শেষেই চপ্পল ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চ থেকেই চপ্পল ছেঁড়ার কথা ঘোষনা করলেন নিজেই, এবং সেপটিন দিয়ে চপ্পল আপাতত সারিয়ে নেওয়ার কথাও বললেন তিনি যদিও ।  নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচারসভায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শেষে মাইকেই মুখ্যমন্ত্রী  নিজেই জানালেন, তাঁর চপ্পলটি ছিঁড়ে গিয়েছে। সভায় উপস্থিত দলীয় নেতাদের তিনি বলেন, ”চপ্পল ছিঁড়েই তো গিয়েছে। আমি কি খালি পায়ে যাব এখন?” তাদেরই এক জন নিজের জুতো দিতে এলে ‘না’ বলেন মুখ্যমন্ত্রী। পরে দেহরক্ষী নতুন জুতো নিয়ে আসার কথা বললে, মমতা তাঁকেও ‘না’ করে দেন। এরপর নিজের সংগ্রহে থাকা সেপটিন দিয়েই চপ্পল সারান মুখ্যমন্ত্রী। ঠিক যেন বাড়ির মেয়ে। এরপর নিজের চপ্পল নিজে সারিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানের তালে আদিবাসীদের মেয়েদের সঙ্গে তাকে নাচতেও দেখা গেল মঞ্চে।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!