
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৪: অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে সড়কপথে দুর্গাপুর সার্কিট হাউসে পৌঁছেই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ মিটিয়ে সংগঠনকে চাঙ্গা করতেই এই বৈঠক।
রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন, বিধায়ক হরে রাম সিং, তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল প্রমুখকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।