দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ ফেব্রুয়ারি ২০২৪: মাত্র কয়েক সেকেন্ডের কথাবার্তা। কিন্তু সেটুকু নিয়েই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) তৃণমূলের অন্দরের রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। রবিবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত ৮টা ৫ নাগাদ তাঁর বিশেষ বিমান দুর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামে।
বাইরে তখন তৃণমূলের কর্মী সমর্থকদের মুহূর্মুহূ স্লোগানে কান পাতা দায়! বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন প্রমুখ। বিমানবন্দর থেকে বেরোনোর সময় কিছুটা এগিয়ে গিয়েও ফিরে এসে ভি শিবদাসনের সঙ্গে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর সড়কপথে বীরভূমের উদ্দেশ্য রওনা দেন।
ভি শিবদাসন তথা দাশুকে কী বললেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর দু’পাশে ছিলেন মন্ত্রী মলয় ঘটক এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কিছুটা এগিয়ে গিয়েও ফের দাশুর কাছে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। কথা বলেন। তৃণমূলের একটি সূত্রের খবর, বরাবর দাশুর সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকেন দলনেত্রী। এদিনও তেমন কিছু বলেছেন সম্ভবত। তাহলে কি জেলার সংগঠনের নীচুতলায় কোনও রদবদলের সম্ভাবনা রয়েছে? উত্তর মিলবে ভবিষ্যতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।