মুখ্যমন্ত্রীর সঙ্গে ৫ দফা দাবি নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত আন্দোলনকারীদের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সল্টলেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের মঞ্চে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনার প্রতিবাদে ঝড়-বৃষ্টি সত্বেও রাতভর ধর্না চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে গিয়ে ঘোষণা করেন, আরজি কর সহ রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল। নতুন কমিটিতে মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল, সিনিয়র, জুনিয়র ডাক্তার, নার্সদের সামিল করা হবে। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত যারা রয়েছে, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হবে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তাঁদের সবাইকে কাজে যোগ দেওয়ার আর্জি জানান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মুখ্যমন্ত্রী বলেন, “এটা আমার লাস্ট চেষ্টা আপনাদের জন্য। বাদ বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আপনারা জাস্টিস পাবেন। ইনজাস্টিস হবে না। যদি সত্যি কেউ দোষী হয়, তারা শাস্তি পাবে। কেউ আমার বন্ধু বা শত্রু নয়। যাঁদের আমার বন্ধু বলছেন, আমি তাঁদের চিনিই না। প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এসেছেন। সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন। আমি আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করব না।’’ তবে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই আন্দোলনরত চিকিৎসকরা জানিয়ে দিলেন, “কোনও সমঝোতা আমরা করব না। মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখিয়েছেন। আমরা আলোচনায় বসতে চাই। আমরা চাই, স্বাস্থ্যভবনেই এক্ষুণি আলোচনায় বসুন উনি। রোগীকল্যাণ সমিতি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।