দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জানুয়ারি ২০২৪: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি ১ ব্লকের তিনটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলসি ১ ব্লকের বুদবুদ থানার অন্তর্গত চাকতেঁতুল পঞ্চায়েত ও লোহা কৃষ্ণরামপুর পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকার সেচ ক্যানেল এর উপরের বেহাল সেতুগুলির বদলে নতুন সেতুর।
কারণ, সেগুলি বিপজ্জনক হয়ে রয়েছে। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয় বহু মানুষকে। পূর্ব বর্ধমান ছাড়াও পশ্চিম বর্ধমান এমন কি দামোদর নদের ওপারে বাঁকুড়া জেলার বহু মানুষও এই পথ দিয়ে পানগড়ে আসা যাওয়া করেন। সংকীর্ণ বেহাল সেতুর জন্য পরিবহণেরও বড় সমস্যা ছিল।
গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকার প্রায় ১৫ কোটি টাকা খরচ করে তিনটি নতুন সেতু তৈরি করেছেন। এর ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এখন থেকে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন তিন জেলার মানুষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।