দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি ২০২৪: ইতিমধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। এবার আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার (Purulia) সভা থেকে মঙ্গলবার ১০০ দিনের বকেয়া মিটিয়ে দেওয়ার মতোই আবাস যোজনার বাড়িও রাজ্যই বানিয়ে দেবে বলে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য়ই। তবে সেক্ষেত্রে রাজ্য ১৬ থেকে ১৭ লক্ষ বাড়ি তৈরি করে দেবে। কারণ, তালিকাভূক্ত ১১ লক্ষ ছাড়াও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অনেকে বাড়ির আর্জি জানিয়েছেন। সেই নামগুলিও জুড়ে নেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।