
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ জানুয়ারি ২০২৪: রেকর্ড বলছে, এবারের বইমেলা মাতাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্যায়ের সাতটি বই। তাঁর লেখা মোট ১৪৩ বইয়েরই ব্যাপক কাটতির কথা জানিয়েছেন প্রকাশকেরা। তাই মনে করা হচ্ছে, গতবারের মতো এবারও বেস্ট সেলার হওয়ার পথে মুখ্যমন্ত্রীর বই। ১৪৩টি বইয়ের সব কটি বই দুটি চটের ব্যাগে মিলছে।বইমেলায় রবিবার প্রথম তাঁর এবারের লেখা ৭টি বই একত্রে পাওয়া যায়। মেলায় আসা মাত্র সেই সব বই সঙ্গে সঙ্গে প্রায় উধাও হয়ে গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now