Durgapur News: বিরল কিডনির রোগে ভুগছে শিশু, সাধ্যমতো পাশে দাঁড়ান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের ২ বছরের শিশু নীল সূত্রধর বিরল কিডনির ক্যানসারে (Cancer) আক্রান্ত। বর্তমানে ভেলোরে তার চিকিৎসা চলছে। আর্থিক পরিস্থিত ভালো নয় পরিবারের। এদিকে চিকিৎসার জন্য বহু অর্থের দরকার। তাই পরিবারটি সবার কাছে সাধ্যমতো সাহায্য চাইছে।
বৃহস্পতিবার গ্রামে গিয়ে পরিবারটির হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূলের (TMC) ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। সাধ্যমতো পাশে থাকার আশ্বাস দেন তিনি। সুজিতবাবু বলেন, ‘‘সবরকম অসুবিধায় পরিবারের সবার পাশে আমি আছি।’’ অন্য কেউ যদি পরিবারটিকে সাহায্য করতে চান তাহলে শিশুটির মায়ের অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন।
Indrani sutradhar
Ac no 36513549338
Ifsc code SBIN0014069
STATE BANK OF INDIA
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।