দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রকৃতি পরিবেশ রক্ষা করো, বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ো, এই আহ্বান জানিয়ে শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বিজড়া প্রাথমিক স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও অঙ্কন শিল্পীদের সংগঠন সিক্স ডাইমেনশনের উদ্যোগে এবং সুইচঅন ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে ২টি বিভাগে প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্তি, বিশেষ করে প্লাস্টিক বর্জ্যমুক্ত পৃথিবীর উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৫০ এর বেশি শিশুরা অংশগ্রহণ করে। দুই বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। শুরুতে শিশুদের গল্পের ছলে প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ার কথা বলেন বিজরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বান বাগচী ও বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব দেবব্রত চৌধুরী। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হিমাংশু বিশ্বাস, দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির কবি ঘোষ ও সুইচঅন ফাউন্ডেশনের অঙ্কিতা চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।