‘ইন্ডিয়া’ না ‘ভারত’? কী বলছে চিন?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ সেপ্টেম্বর ২০২৩: ‘ইন্ডিয়া’ না ‘ভারত’? দেশের নাম বদল নিয়ে বিতর্ক চলছে কয়েকদিন ধরেই। এবার সেই বিতর্কে যোগ দিল চিন। চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, দেশের নাম বিতর্কে মাথা না ঘামিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিৎ। এই মুহূর্তে জি-২০ সামিট নিয়ে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের উপরে। ফলে নয়াদিল্লির এই মঞ্চের সদ্ব্যবহার করা উচিৎ।
ভারতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সামিটে চিনা প্রেসিডেন্ট জিনপিং যোগ দেবেন না তা আগেই ঘোষণা করেছে চিন। অরুণাচলকে নিজেদের এলাকায় ঢুকিয়ে নিয়ে চিন নতুন যে মানচিত্র প্রকাশ করেছে তা নিয়েও বিতর্ক চলছে। এর মাঝেই ‘ইন্ডিয়া’ না ‘ভারত’, দেশের নাম বদল নিয়ে বিতর্কে যোগ দিয়ে চিন পরিস্থিতি আরও জটিল করতে চাইছে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।