এখনও নিখোঁজ চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ জুলাই ২০২৩: এখনও নিখোঁজ চিনের (China) বিদেশমন্ত্রী কিন গ্যাং (Qin Gang)! মঙ্গলবার নতুন বিদেশমন্ত্রী হিসাবে ওয়াং ওয়াই (Wang Yi) এর নাম ঘোষণা করল চিন। প্রায় এক মাস ধরে তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। কেন? সেই রহস্যের মধ্যেই নতুন বিদেশমন্ত্রীর নাম ঘোষণা করল চিন।
জানা গিয়েছে, গত ২৫ জুন বেজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন গ্যাং। তারপর রুশ বিদেশমন্ত্রকের ডেপুটি মিনিস্টার আন্দ্রে রুডেনকোর সঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসেন। তারপর থেকেই তিনি কার্যত নিখোঁজ। চিন যদিও জানিয়েছে, কিন গ্যাং অসুস্থ। কিন্তু চিনের বক্তব্য আদৌ সত্যি কিনা (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।