দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভায় বৃহস্পতিবার থেকে চালু হল নতুন এক কর্মসূচী। সরাসরি শহরবাসীর কাছে পৌঁছাতে এদিন পুরসভা চালু করল, ফোনে শহরবাসীর সমস্যা জেনে সমাধানের জন্য ‘ডিএমসিকে বলো’ কর্মসূচী। প্রায় দেড় বছর আগে মেয়াদ পেরোনো পুরসভার তরফে লোকসভা নির্বাচনের আগে এমন উদ্যোগের সমালোচনা করেছে বিরোধীরা।
দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে ২০২২সালের ৫সেপ্টেম্বর। তারপর থেকে পুরসভা চালাচ্ছে ৫ সদস্যের প্রশাসক মন্ডলী। পুরসভা নির্বাচনের দাবিতে কখনও পুরসভা ঘেরাও, কখনও পথ অবরোধ সহ নানা কর্মসূচী নিচ্ছে বিরোধীরা। কিন্তু পুরসভার নির্বাচন হচ্ছে না। বরং লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুরের মানুষের আরও কাছে আসতে বৃহস্পতিবার দেখা গেল, প্রশাসক মন্ডলীর নয়া উদ্যোগ, ‘ডিএমসিকে বলো’ কর্মসূচী।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত পুরসভায় বসে সরাসরি ফোনে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সহ সদস্যরা। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে বিরোধীরা নানা অভিযোগ তোলেন। কিন্তু সাধারণ মানুষের পাশে প্রতি মুহূর্তে রয়েছে পুরসভার প্রশাসক বোর্ড। সরাসরি মানুষের সমস্যা শোনা হল। সমস্যাগুলি এক সপ্তাহের মধ্যেই সমাধান হয়ে যাবে।’’
সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, রাস্তা, ড্রেন, পানীয় জলের সমস্যায় ভুগছেন সব ওয়ার্ডের মানুষ। মানুষের অভিযোগ জানতে পুরসভার সামনে ড্রপবক্স করার সিদ্ধান্ত নিয়েছিল পুরবোর্ড। কিন্তু সেই ড্রপবক্স বসলো না কেন?’’ ‘ডিএমসিকে বলো’ কর্মসূচীর মাধ্যমে কোনও সমস্যা মিটবে না বলেও কটাক্ষ করেন তিনি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, লোকসভা নির্বাচন আসছে। তাই এসব নাটক শুরু করেছে পুরসভা। দুর্গাপুরের মানুষ লোকসভা নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।