You are currently viewing এমএএমসি খোলার দাবিতে সোচ্চার সিটু, কটাক্ষ তৃণমূল, বিজেপি’র

এমএএমসি খোলার দাবিতে সোচ্চার সিটু, কটাক্ষ তৃণমূল, বিজেপি’র

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৩: আসছে লোকসভা ভোট। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন (এমএএমসি) খোলার দাবিতে শনিবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। তৃণমূলের বক্তব্য, লোকসভা ভোটের আগে নাটক করছে সিপিএম।

জানা গিয়েছে, ২০০২ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এমএএমসি কারখানা। শ্রমিক সংখ্যা ছিল প্রায় সাড়ে চার হাজার। কারখানা বন্ধ হওয়ার পর এমএএমসি টাউনশিপের অবস্থাও বেহাল হয়ে পড়ে। ভেঙে পড়ে একের পর এক আবাসন। অন্যদিকে, জঙ্গলে ঢেকে গিয়েছে কারখানা চত্বর। লোকসভা নির্বাচনের আগে কারখানা খোলার দাবিতে এদিন সিটু কারখানার গেটে স্লোগান দিতে থাকে। সিটুর দাবি, দ্রুত কারখানা খুলে শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। টাউনশিপের হাল ফেরাতে হবে।

সিটু নেতা বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী জানান, এমএএমসি, বিওজিএল, এইচএফসিএল প্রভৃতি রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধের পর থেকেই ফের চালু করার দাবিতে আন্দোলন করে আসছে সিটু। কেন্দ্রীয় সরকারকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমএএমসি সংক্রান্ত যাবতীয় নথি চক্রান্ত করে পুড়িয়ে দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদে, এমনটাই অভিযোগ সিটুর। এ’বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন সিটু নেতৃত্ব।

আরও পড়ুন- এক ঘন্টার মধ্যে গরীব ব্যবসায়ীর লোনের ৯৫ হাজার টাকা উধাও

এ বিষয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘লোকসভা ভোটের আগে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে আন্দোলন করছে সিটু। বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খোলার দাবি জানিয়ে অনেকদিন আগেই কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শ্রমিক সংগঠনও লাগাতার আন্দোলন করছে। অন্যদিকে, তৃণমূল এবং সিপিএম একজোট হয়ে নাটক করতে নেমেছে বলে কটাক্ষ বিজেপির। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply