You are currently viewing Durgapur : দুর্গাপুর-হাওড়া নতুন ট্রেন! স্টেশনে সোচ্চার সিটু

Durgapur : দুর্গাপুর-হাওড়া নতুন ট্রেন! স্টেশনে সোচ্চার সিটু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ নভেম্বর ২০২৩: রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে, দুর্গাপুর-হাওড়া নতুন ট্রেন, রেলের সমস্ত শূন্য পদে নিয়োগের দাবিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর রেল স্টেশন চত্বরে শনিবার বিক্ষোভ দেখায় সিটু। রেলের হকার এবং রেলওয়ে স্টেশন সংলগ্ন মানুষদের জীবিকা ও বসবাসের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়।

উপস্থিত ছিলেন সিটু জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, সিটু নেতা পঙ্কজ রায় সরকার সহ অন্যরা। এদিন মিছিল করে সিটু সমর্থকেরা স্টেশনে আসেন। রেশন দুর্নীতি থেকে শুরু করে একের পর রাজ্য জুড়ে চলতে থাকা দুর্নীতির তদন্তে গতি আনার দাবি জানানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply