
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: প্রার্থীর সামনেই তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব। কার্যত পালিয়ে মন্দিরের চাতালে আশ্রয় নিলেন প্রার্থী। এমনই দাবি করেছে বিজেপি। রবিবাসরীয় প্রচার চলাকালীন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আমরাই এর উত্তরায়ন এলাকায় ঘটে গেল এই ঘটনা। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের মিছিল চলাকালীন ঘটে এই ঘটনা।
মিছিল চলাকালীন আচমকা তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতা শেখ আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিনের গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। এরপর তা হাতাহাতির রূপ নেয়। সংঘর্ষের জেরে মিছিল থেমে যায়। কোনও রকমে মন্দিরের ভিতরে গিয়ে আশ্রয় নেন কীর্তি আজাদ। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল প্রবেশদ্বার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় প্রচার। বিজেপি নেতৃত্বের কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে দলের প্রার্থীকেই মন্দিরে গিয়ে আশ্রয় নিতে হয়! অন্যদিকে কীর্তি আজাদ দাবি করেন, দলীয় কর্মীরা কে আগে প্রার্থীকে স্বাগত জানাবেন, তা নিয়েই উত্তেজনা ছড়ায়। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির উচিত, অন্য দলের দিকে নজর না রেখে এই রাজ্যের জন্য বিজেপি কী করেছে সেটা আগে বলুন ওদের নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#tmcclash #inttucclash #2024loksabhaelection #kirtiazad #TMC