দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর ২০২৩: রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিতে হাজিরা চালুর বিরুদ্ধে এবং আরও কিছু দাবি দাওয়া নিয়ে শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি কারখানার গেটের সামনে ফের বিক্ষোভে সামিল হয় সিটু, আইএনটিইউসি, বিএমএস, আইএনটিটিইউসি, এআইটিইউসি, এআইইউটিইউসি, এইচএমএস।
আন্দোলন শেষে শ্রমিক নেতৃত্ব কারখানায় ঢুকতে গেলে সিআইএসএফ তাঁদের আটকে দেয়। জোর করে ঢুকতে গেলে শুরু হয় বচসা থেকে ধস্তাধস্তি। শ্রমিক নেতৃত্ব অভিযোগ তোলেন, সিআইএসএফ তাঁদের হেনস্থা করেছে। কারখানা কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। অন্যথায় আন্দোলন চলবে। ব্যাপক উত্তেজনা তৈরি হয় ডিএসপির গেটে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।