You are currently viewing Durgapur : রাস্তা অবরোধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার ১৮

Durgapur : রাস্তা অবরোধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার ১৮

গ্রেফতার করা হয় মোট ১৮জনকে। সোমবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ নভেম্বর ২০২৩: গত ২০ অক্টোবর বছর সাতের বালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পাড়দই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস প্রসেনজিৎ বাউড়িকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে তার জেল হাজত হয়।

নির্যাতিতার মায়ের অভিযোগ, অভিযুক্তের পক্ষ নিয়ে কয়েকজন যুবক ২৪ অক্টোবর রাতে তাঁদের বাড়িতে চড়াও হয়। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। সেই ঘটনার ফের লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। রবিবার বাউড়ি সমাজের পক্ষ থেকে অভিযুক্ত প্রসেনজিৎ বাউড়িকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে মিছিল বের হয়।

সেই মিছিল যাচ্ছিল নিউ টাউনশিপ থানায়। কিন্তু দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে পুলিশ মিছিল আটকে দেয়। ধুন্দুমার ঘটে যায় সেখানে। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ তোলে বাউড়ি সমাজ। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পুলিশ মোট ১৮জনকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর আদালতে পাঠায়। পুলিশ লাঠিচার্জের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply