September 28, 2023

কালনা হাসপাতালের শৌচালয় দখল করে কাপড়ের দোকান, বাইক স্ট্যান্ড!

দুর্গাপুর দর্পণ, কালনা, ৫ জুন ২০২৩: সাংসদ কোটার অর্থে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে গড়ে উঠেছিল ঝকঝকে শৌচাগার (Public Toilet)। সেই শৌচাগারে এখন চলছে জামাকাপড়ের দোকান (Garments shop), বাইক স্ট্যান্ড। এই ছবি দেখা গিয়েছে হাসপাতালে গিয়ে। সব দেখেশুনে কার্যত অবাক সাংসদ সুনীল মন্ডল!

টেন্ডার ডেকে শৌচালয় দুটি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সুশান্ত মজুমদার নামে একজনকে। তিনি আবার কালনার রংপাড়ার বাসিন্দা গোকুল মণ্ডলকে সেগুলি ভাড়া দিয়ে দেন। গোকুলবাবু একটিতে জামাকাপড়ের দোকান খুলে বসেন। পাশেরটিতে বাইক, সাইকেল রাখার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার হাসপাতালে যান সাংসদ। রোগীদের জন্য তৈরি করা শৌচালয় এভাবে অন্য কাজে ব্যবহারের কড়া সমালোচনা করেন তিনি। রীতিমতো ধমক দেন গোকুলবাবুকে। তিনি জানান, শৌচালয় চালিয়ে আয় হয় না তেমন। তাই দোকান খুলেছেন পেটের দায়ে। হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি দ্রুত দোকান বন্ধ করে শৌচালয় চালুর আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: