ভোটে হিংসায় নিহতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১২ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) হিংসায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। এছাড়াও নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার নবান্নে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটে হিংসায় মৃত ১৯ জনের মধ্যে ১০-১২ জন আমাদেরই। ভোটের দিন ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন তৃণমূলের। বাকি ৩ অন্যান্যদের। আর্থিক সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।