ফের বিপত্তি, আচমকা থমকে গেল কোলফিল্ড এক্সপ্রেস

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জুন ২০২৩: বালেশ্বরের দুর্ঘটনার পর থেকে খুচখাচ দুর্ঘটনা ঘটেই চলেছে রেলে। বুধবার হাওড়া থেকে ছাড়ার কিছুক্ষণ পরে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বামনগাছি ব্রিজের নিচে প্যান্টোগ্রাফ ছিঁড়ে দাঁড়িয়ে যায় কোল্ডফিল্ড এক্সপ্রেস। বিকাল ৫টা ৩২ নাগাদ প্রবল আলোর ঝলকানি দেখতে পান আশপাশের বাসিন্দারা। এরপরেই ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যায়।
আচমকা এভাবে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে রেলের তরফে দ্রুত টাওয়ার ভ্যান পাঠিয়ে প্যান্টোগ্রাফ ও বিদ্যুতের লাইনে মেরামতির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শেষ খবর অনুযায়ী, সন্ধ্যা ৭টা নাগাদ ফের ট্রেনটি যাত্রা শুরু করে।