তিস্তা তোর্সা এক্সপ্রেসের কামরায় কেউটে, রাত জাগলেন যাত্রীরা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জুন ২০২৩: চলন্ত এক্সপ্রেস ট্রেনে রাত দুপুরে আস্ত কেউটে (Cobra) সাপ! সারারাত আতঙ্কে জেগে কাটালেন যাত্রীরা। বৃহস্পতিবার বিকেলে নিউ জলপাইগুড়ি (NJP) ছাড়ার পরেই তিস্তা-তোর্সা এক্সপ্রেসের S1 কামরার প্রথম আসনের তলায় কেউটে সাপ দেখতে পান এক যাত্রী। পড়িমরি করে দৌড় দেন তিনি। তাঁর দেখাদাখি ওই কামরা ছেড়ে বাকি যাত্রীরাও পাশের কামরাতে চলে যান।
কন্ট্রোল রুমের মাধ্যমে সাপের খবর যায় আলুয়াবাড়ি রোডের আরপিএফের কাছে। ইসলামপুরে আরপিএফ সাপ ধরার (Snake Catcher) জন্য ডেকে আনেন নবনীতা উপাধ্যায়কে। আলুয়াবাড়ি স্টেশনে তিনটি কামরা ফাঁকা করে তিনি ঘন্টাখানেক তন্নতন্ন করে খুঁজেও সাপের খোঁজ পাননি। তাই আতঙ্ক যায়নি যাত্রীদের। সাপ না জানি কোথায় লুকিয়ে আছে! এই ভয়ে সারা রাত জেগে কাটান যাত্রীরা।