জামাকাপড় নিয়ে মায়ের সঙ্গে বচসা! আত্মঘাতী যুবতী

দুর্গাপুর দর্পণ,শান্তিপুর,৪ ফেব্রুয়ারি ২০২৩: পোশাক নিয়ে মায়ের সঙ্গে বচসায় আত্মঘাতী যুবতী। ঘটনাটি ঘটেছে নদীয়ার(Nadia) শান্তিপুর ১০ নম্বর ওয়ার্ডের তালদিঘিপাড়া লেনে। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতার নাম বৃষ্টি দাস। বয়স ১৮ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পোশাক বানাতে দেওয়া হয়েছিল তার পিসির কাছে। রবিবার সে পোশাক দরকার ছিল বৃষ্টির। কিন্তু সেই জামা বানানো হয়নি, বৃষ্টিকে এমনটাই জানায় তার মা। এই বিষয় নিয়ে মা ও মেয়ের তুমুল বচসা বাঁধে। এরপর সে পুজো দেবে বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে। আওয়াজ পেয়ে ভাই দরজা ভেঙে সিলিং ফ্যানে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয় বৃষ্টিকে। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সামান্য বিষয়ে যুবতী কেন এই ঘটনা ঘটালো ধন্ধে পরিবার।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Related Post