দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৬ জুলাই ২০২৪: সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়েছিলেন। সেই সিভিক ভলান্টিয়ারের হাতে বেদম মার খেয়ে হাসপাতালে ভর্তি যুবক। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজোড়া এলাকার ঘটনা। জখম যুবকের নাম জয় কুমার। তার বাড়ি অন্ডালের মধুসূদনপুরে। পুলিশের কাছে থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগপত্র ‘রিসিভড’ লেখা হয়নি। তাই অভিযোগের কপিও হাতে পায়নি আক্রান্তের পরিবার।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মধুসূদনপুরের বাসিন্দা গ্যারেজ কর্মী জয় কুমার গ্যারেজের জিনিসপত্র আনার জন্য অন্ডালের কাজোড়া এলাকায় যান। সেই সময় তাঁর এক বন্ধুর সঙ্গে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় সিংয়ের ঝামেলা চলছিল। তা দেখে জয় বন্ধুকে বাঁচাতে যায়। অভিযোগ, এরপরই সঞ্জয় সিং নামে অন্ডাল থানার ওই সিভিক ভলান্টিয়ার চড়াও হয় জয় কুমারের উপর। তাঁকে ব্যাপক মারধর করা হয়। মাথায় এবং মুখে চোট লাগে জয়ের।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জয়ের দাদা অজয় কুমারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয়কে। ভর্তি করা হয় সার্জিকেল ওয়ার্ডে। অন্ডাল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও সেই লিখিত অভিযোগ পত্রটির রিসিভড কপি পরিবারকে দেওয়া হয়নি। তাই দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে অন্ডালের এসিপি পিন্টু সাহা বলেন, “বিষয়টি আমার অজানা। খোঁজ নিয়ে দেখছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।