ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন আইনজীবী, চাঞ্চল্য

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৩: আইনজীবীর বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠল বর্ধমানে( Purba Bardhaman)। অভিযোগ, বাড়ির সামনের পুকুরের একাংশ ভরাট করে তিনি তৈরি করছেন বাগান। বিষয়টি খতিয়ে দেখলেন বর্ধমানের পুরপ্রধান পরেশ সরকার ও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে,পুকুরের একাংশ ভরাট করা হয়েছে। সেই জায়গা বাঁশের খাঁচা গিয়ে ঘেরা হচ্ছে। আর তাতেই তৈরী হবে বাগান। এদিন পুরপ্রধান জানান, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদিও অভিযোগ মানতে নারাজ আইনজীবী জয়ন্ত মণ্ডল।