উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম শ্রীপর্ণাকে সংবর্ধনা দিল আইসিটি কম্পিউটার শিক্ষক সংগঠন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পানশিউলি গ্রামের শ্রীপর্ণা মন্ডল এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। পানশিউলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রীপর্ণা ৪৮৮ নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। সে বাংলায় ৯১, ইংরেজিতে ৯৯, পদার্থ বিদ্যায় ৯৯, রসায়নে ৯৩, জীববিদ্যায় ৯৭ এবং গণিতে ১০০। শ্রীপর্ণার পরবর্তী লক্ষ্য চিকিৎসক হওয়া।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বুধবার ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে তার বাড়ি গিয়ে শ্রীপর্ণাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন তাঁর বাড়িতে গিয়ে সংগঠনের তরফে তাঁকে অভিনন্দন জানান সনাতন আঁকুড়ে, সৌরভ সরকার, মনজোড়া মন্ডল এবং দেবরঞ্জন গোস্বামী। রাকেশ সাহা পানশিউলি হাইস্কুলেরই কম্পিউটার শিক্ষক। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

