দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ এপ্রিল ২০২৪: বর্ষবরণ উপলক্ষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীতের মাধ্যমে বাংলা নতুন বছরকে স্বাগত জানান দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমির সদস্যরা এবং আমন্ত্রিত শিল্পীরা। প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে চলে এই মনোজ্ঞ অনুষ্ঠান। সম্মেলক, একক ও দ্বৈত নিবেদনের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদের গান, ভজন, আধুনিক বাংলা গান, লোকগীতি,আবৃত্তি, শ্রুতিনাটক প্রভৃতি পরিবেশিত হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অনুষ্ঠানে অংশ নেন শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, সুব্রত মুখোপাধ্যায়, মধুমিতা মিত্র, প্রণব মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, উত্তম লাহা, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, উৎপল সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হৃদয় সাঁই ও জয়িতা সাঁই। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন অরিজিৎ রায়, অনিন্দ্য কুন্ডু, বিথীন রায়, উদয়শঙ্কর বিশ্বাস, গৌরব দাস, চণ্ডীদাস রায় প্রমুখ। সামগ্রিক পরিচালনায় মুখ্য ভূমিকা নেন সংস্থার অধ্যক্ষা আনন্দিতা রায়। উপস্থিত শিল্পী ও সংস্থাগুলিকে সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সঙ্গীতাচার্য বিমল মিত্র, সংস্থার চেয়ারপার্সন নীলিমা রায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।