দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ১ সেপ্টেম্বর ‘দুর্গাপুর সম্মান’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। বুধবার দুর্গাপুর নগর নিগমের সভাঘরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ও পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যবৃন্দ।
দুর্গাপুরকে কৃত কর্মের মাধ্যমে গর্বিত করেছেন এমন তিনজন উদ্যোগপতিকে দুর্গাপুর সম্মান প্রদান করা হবে। এছাড়া একজনকে দেওয়া হবে সেরার সেরা পুরস্কার। এছাড়া দুস্থ কৃতী যাঁরা ভবিষ্যতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করবেন বলে মনে করা হচ্ছে, তেমন ৫জনকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান এডিডিএ এর চেয়ারম্যান। তিনি জানান, উচ্চশিক্ষা, খেলাধুলো সহ যে কোনও ক্ষেত্রে উজ্জ্বল প্রতিভা অথচ আর্থিক কারণে সমস্যায়, তেমন ৫ জনকে বেছে নেওয়া হবে।
এজন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। দুর্গাপুর নগর নিগমের এবং এডিডিএ দফতরে আবেদন করা যাচ্ছে। এডিডিএর চেয়ারম্যান বলেন, “এই সম্মান দুর্গাপুরের নতুন প্রজন্মকে দিশা দেখাবে। আগামী ১ সেপ্টেম্বর প্রথম বছরের দুর্গাপুর সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে।” অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, সম্মান প্রাপক ও অনুদান প্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপুর সম্মান প্রদান করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।