বিরাট ধসের কবলে অন্ডাল, আতঙ্ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুন ২০২৩: বিরাট ধসের কবলে পশ্চিম বর্ধমানের ( Paschim Bardhaman) অন্ডালের হরিশপুর গ্রাম। গলগল করে বেরিয়ে এল বিষাক্ত কালো ধোঁয়া। আতঙ্ক ছড়ায় গ্রামে। মানুষজন বেরিয়ে আসে রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ইসিএলের আধিকারিকেরা। কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, ২০২০ সালে জুন মাসেও বিরাট শব্দে ধস দেখা দিয়েছিল হরিশপুর গ্রামে। বাড়ি ঘর ভেঙে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু মানুষ। গ্রামের মানুষ পালিয়ে গিয়েছিল অনত্র। তারপরেও কিছু মানুষ থেকে যায় গ্রামে। অভিযোগ, ইসিএলের পক্ষ থেকে কোনও সাহায্য মেলেনি। আবারও সোমবার ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে আসে।