বায়রন বিশ্বাসের পথেই কংগ্রেসের এই নেতাও যোগ দিলেন তৃণমূলে

দুর্গাপুর দর্পণ, তেহট্ট, ২২ জুন ২০২৩: পঞ্চায়েতে (WB Panchayat Election) কংগ্রেসের টিকিট পেয়েছিলেন। তা সত্বেও তিনি যোগ দিলেন তৃণমূলে। একা নয়। সঙ্গে নিয়ে গেলেন আরও প্রায় ১৪৫টি পরিবারকে। নদিয়ার (Nadia) পলাশিপাড়ার সাহেবনগর পঞ্চায়েতের বড়নলদহের ১০ নং বুথের কংগ্রেস প্রার্থী আক্তার শেখ যোগ দিলেন তৃণমূলে।
তিনি জানান, গতবার ওই বুথে কংগ্রেস জিতেছিল। কিন্তু উন্নয়ন হয়নি। তাই এলাকার উন্নয়ন করতে কংগ্রেসের টিকিট পেলেও তৃণমূলে যোগ দিলেন তিনি। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, আক্তারকে টিকিট দেওয়া হয়নি। নিজের স্বার্থসিদ্ধির জন্য দলত্যাগ করেছে। তাঁর সঙ্গে আর কেউ দল ছেড়ে যাননি। তিনি একাই গিয়েছেন।