রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে স্বস্তি পেতেই দুর্গাপুরে উৎসবে মাতলো কংগ্রেস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট ২০২৩: মোদি পদবী মামলায় সুপ্রিম কোর্টে রাহুল গান্ধী স্বস্তি পেতেই দেশজুড়ে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর-ও (Durgapur) তার ব্যতিক্রম নয়। শনিবার সকালে দুর্গাপুরের মেনগেট এলাকায় ব্যান্ডপার্টি নিয়ে উৎসবে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা।
পথ চলতি মানুষ, বাসযাত্রী, ট্রাক চালক সবাইকে কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায়ের নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়। তিনি বলেন, ‘‘আদালতের নির্দেশে মুখ পুড়েছে বিজেপি সরকারের। এই জয় শুধু কংগ্রেসের নয়, এই জয় দেশবাসীর।’’ উপস্থিত ছিলেন রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, তুষার ঘোষ, সুব্রত ঘোষ, সঙ্গীতা ঘোষ, অমল হালদার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।