
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জুলাই ২০২৪: মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকার সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই মতো বিভিন্ন জায়গায় বাজারে বাজারে শুরু হয়েছে প্রশাসনের অভিযান। তা সত্বেও সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। এমনটাই অভিযোগ কংগ্রেসের। রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বেনাচিতিতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচী নিল কংগ্রেস।
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এদিন বেনাচিতিতে মিছিল করে কংগ্রেস। নেতা-কর্মীদের গলায় ছিল সবজির মালা। মহিলা কর্মীরা থালা বাজান। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এই মিছিল হয়। তিনি জানান, বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। কারণ সবজির দাম আকাশ ছোঁয়া। তারই প্রতিবাদে আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পরে ও থালা বাজিয়ে রাস্তায় নামে কংগ্রেস।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবিবার সকালে বেনাচিতি বাজার জুড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ চলে। মিছিল থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, দুর্নীতিগ্রস্ত মজুদদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম। মজুদদারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার। টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “সাঁইদের হত্যাকারীদের সাথে গলা মিলিয়ে আজ ওরাও সাইনবোর্ড হতে চলেছে। টাস্ক ফোর্স কী কাজ করছে সেটা দেখতে পাচ্ছেন মানুষ।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।