![tarun roy](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-19-at-08.59.43.jpeg?fit=1024%2C576&ssl=1)
দুর্গাপুর: দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস শ্রদ্ধা সহকারে পালন করা হল দুর্গাপুরে। ডিএসপি টাউনশিপের কণিষ্ক রোটারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান কংগ্রেসের কর্মীরা। প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এছাড়াও মাল্যদান করেন আইএনটিইউসি নেতা রানা সরকার, সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, যুব কংগ্রেস নেতা অনুপম সাঁই, কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি শিব প্রসাদ পতি, তুষার ঘোষ, বিজয় বাউড়ি সহ অন্যান্যরা। তরুণ রায় তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বিজেপি যেভাবে ভাগাভাগির রাজনীতি করে চলেছে তাতে এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীর মতো জননেত্রীর প্রয়োজনীয়তা দেশবাসী অনুভব করছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন কংগ্রেসের](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-19-at-08.59.43.jpeg?w=180&ssl=1)