দুর্গাপুরে কংগ্রেসের গান্ধীগিরি! পুলিশকে মিষ্টি দিল কংগ্রেস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চাকরি হারাদের উপর পুলিশের লাথি ও লাঠির প্রতিবাদে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে কংগ্রেসের গান্ধীগিরি! থানায় ঢুকে পুলিশকে মিষ্টির প্যাকেট দিল কংগ্রেস। পুলিশকে মিষ্টি খাইয়ে প্রতিবাদ কংগ্রেসের। চাকরিহারাদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে রবিবার দুর্গাপুর থানায় যান কংগ্রেস নেতা কর্মীরা। সঙ্গে নিয়ে যান মিষ্টির প্যাকেট। দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না কর্মসূচিতে অংশ নেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন অহিংসার পথে প্রতিবাদে সামিল হলেন জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা মহিলা কংগ্রেস সভাপতি মেঘনা মান্না মিষ্টির প্যাকেট নিয়ে থানায় ঢুকে পড়ে পুলিশ কর্মীদের মিষ্টি উপহার দেন। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, পুলিশ মুর্শিদাবাদ, বা অন্য কোনও বিষয় নিয়ে চিন্তিত নয়, যত তৎপরতা চাকরি হারাদের লাঠিচার্জ করতে। বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশের হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )