নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্গাপুর পুরসভা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) শাসক দলের বিরুদ্ধে রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগ তুলে, জেলায় জেলায় প্রাণহানির প্রতিবাদে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপদার্থতার অভিযোগ তুলে রবিবার দুর্গাপুর পুরসভার সামনে রাস্তা অবরোধ করে কংগ্রেস (Congress)। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
দলের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এদিন কংগ্রেস কর্মীরা পুরসভা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে দেন। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে খুন, সন্ত্রাস, ভোট লুট হয়েছে পুলিশ প্রশাসনের মদতে।’’ অবরোধের জেরে আটকে যায় যানবাহন। পুলিশ গিয়ে কথাবার্তা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।