দুর্গাপুরে কংগ্রেসের সদ্ভাবনা যাত্রা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা যাত্রার আয়োজন করা হয়। কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, আসন্ন রাম নবমী এবং ঈদের প্রাক্কালে বিজেপি ও তৃণমূলের উস্কানিমূলক রাজনীতির বিরুদ্ধে, সৌভ্রাতৃত্বের ডাক দিয়ে এই যাত্রা বের হয়। বেনাচিতি পাঁচ মাথা মোড় থেকে যাত্রা শুরু হয়। কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও দুর্গাপুরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষও অংশগ্রহণ করেন বলে দাবি কংগ্রেসের।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, বিজেপি ও তৃণমূলের ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি ভারতবর্ষের মূল জাতীয়তাবাদী চরিত্র, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর সঙ্গে খাপ খায় না। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে। যাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
