October 3, 2023

পুরোহিত ডেকে গণতন্ত্রের শ্রাদ্ধানুষ্ঠান করল কংগ্রেস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে অভিনব ভাবে রাজ্যে হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করল কংগ্রেস। পুরোহিত ডেকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সমস্ত উপাচার সহযোগে গণতন্ত্রের শ্রাদ্ধানুষ্ঠান করল কংগ্রেস। বেনাচিতির পাঁচমাথার মোড়ে আয়োজন করা হয়েছিল এই অভিনব শ্রাদ্ধানুষ্ঠানের। খাওয়ানো হয় লুচি, বোঁদে।

কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, ২০১৭ সালের ১৩ আগস্ট দুর্গাপুরে পুরভোট হয়। তাঁর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা সারা শহর দখল করে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি।  ৪৩টি ওয়ার্ডই যায় তৃণমূলের দখলে। যদিও তৃণমূল সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে। দেবেশ চক্রবর্তী বলেন, ‘‘সেদিন দুর্গাপুরে গণতন্ত্রকে খুন করা হয়েছিল। সেই অতৃপ্ত আত্মার শান্তির জন্য আমরা শ্রাদ্ধ ও প্রায়শ্চিত্তের আয়োজন করেছি যাতে আত্মা শান্তি পায় এবং দুর্গাপুরের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!