ফের হিংসা, এবার কুলপিতে মৃত্যু কংগ্রেস কর্মীর

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) মুখে ফের হিংসা। সংবাদপত্র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। দক্ষিণ ২৪ পরগনা জেলার (24 Parganas) কুলপির ঘটনা। সেখানকার দৌলতপুরে মৃত্যু হয়েছে ওই কংগ্রেস কর্মীর। অভিযোগ, শাসক দল আশ্রিত দুষ্ক়ৃতীরা রয়েছে এই ঘটনার পিছনে। অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।