দুর্গাপুর দর্পণ, ১ মে ২০২৪: দুদিন ধরে, প্রায় ৩৬ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই তীব্র গরমে চরম অস্বস্তি নিয়ে কার্যত বাড়ির বাইরেই দিন কাটছে এলাকাবাসীর। অভিযোগ, বিদ্যুৎ দফতরকে বলেও ফল হচ্ছে না। কোনও গ্রামীণ এলাকা নয়। এই পরিস্থিতি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দা মৌসুমী সাহার অভিযোগ, বাইরে ৪৫ ডিগ্রি তাপমাত্রা অথচ বিদ্যুৎ নেই বাড়িতে। কীভাবে যে তাঁরা দিন কাটাচ্ছেন তা শুধু তাঁরাই জানেন। বাসিন্দারা আরও জানিয়েছেন, গত ৩৬ ঘন্টায় ঘন্টা চারেক বিদ্যুৎ ছিল। ভোল্টেজ এত কম যে ইলেকট্রনিক্স এর জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। বয়স্ক, শিশু থেকে বাকিরা, সবাই চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। ফ্রিজে রাখা খাবার পচে যাচ্ছে। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন তাঁরা। নিগম সূত্রে জানা গিয়েছে, সমস্যা মেটানোর জন্য মেরামতির কাজ চলছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।