দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: রেলের ফ্লাইওভারে রং করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আশঙ্কাজনক ঠিকা শ্রমিক। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের কাজোড়ায় দুর্ঘটনাটি ঘটে। শনিবার বিকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে রং করছিলেন উত্তরপ্রদেশের গাজীপুরের সুরজ শেখ। রেলের হাইভোল্টেজ বিদ্যুতের তারে হাতের ব্রাশ স্পর্শ হতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ফ্লাইওভার থেকে রেলের লাইনে পড়েন ওই শ্রমিক।
মাথা ফেটে প্রচন্ড রক্তক্ষরণ হয়। সুরজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ধনঞ্জয় কুমার গিরির অভিযোগ, শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় উড়ালপুলে রং করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে যান ওই শ্রমিক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।