দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ মার্চ ২০২৪: সোমবার সকালে একটি ট্রাক দাঁড়িয়েছিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার শীতলপুরে। হঠাৎ ট্রাকের ভেতর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। নিমেষে আগুন ধরে যায় ট্রাকে। অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন ট্রাকের চালক ও খালাসীরা। ছুটে আসেন এলাকার মানুষজন। তাঁরা তাঁদের উদ্ধার করেন।( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, অগ্নিদগ্ধ ট্রাক কর্মী নীতিশ কুমার যাদব (১৮), সন্তোষ কুমার যাদব (২০) ও বিন্দি কুমার যাদবের (২৩) অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই উদ্ধার করে উখড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে অন্ডাল থানার পুলিশ। রানিগঞ্জ থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণ চেষ্টার পরে আগুন আয়ত্বে আসে।
স্থানীয় বাসিন্দা অমরজিৎ পাশওয়ান জানান, ওই ট্রাকের কেবিনে ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না হচ্ছিল। হঠাৎ সেই সিলিন্ডার ব্লাস্ট করে। ট্রাকের কেবিনে আগুন ধরে যায়। তাঁরা কোনওরকমে চালক, খালাসি সহ ৩জনকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।