দুর্গাপুর সিমেন্টের কর্মীদের নিয়ে কর্পোরেট ট্রেনিং

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জুলাই ২০২৩: দুর্গাপুর সিমেন্টের কর্মীদের নিয়ে কর্পোরেট ট্রেনিং এর ব্যবস্থা করল Faculty of Management Studies /BCREC। বিড়লা কর্পোরেশন লিমিটেডের অধীন ওই কারখানার কর্মীদের নিয়ে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালায় কর্মীদের কী করে আরও দক্ষ ও কুশলী করে তোলা যায়, আচরণগত ভাবে আরও ইতিবাচক করে তোলা যায়, সে সব নিয়ে প্রশিক্ষণ (Management Development Program) দেন কলেজের ৪জন ফ্যাকাল্টি। তাঁরা হলেন ডঃ ভাস্বতী রায়, অধ্যাপক সন্দীপ মুখার্জি, অধ্যাপক কৃষ্ণা রায় এবং অধ্যাপক শুভাশিস দত্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।